বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দীঘিনালা জোন বাংলাদেশ সেনাবাহিনীর

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সম্প্রতি বজ্রপাতের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছে ৪ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা সেনা জোন। পাশাপাশি উপজেলার জামতলী এলাকায় স্থাপিত পহর লাইব্রেরির জন্য চেয়ার, টেবিল সহ অনান্য প্রয়োজনীয় আসবাপত্র প্রদান করা হয়। ৭ মে (মঙ্গলবার) সকাল ১০টায় দীঘিনালা সেনা জোন সদরে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত মো. ছাদেক মিয়া ও পহর লাইব্রেরি পরিচালনা কমিটির সহ-সভাপতি রেডিয়েন ত্রিপুরার হাতে এসব সহযোগিতা তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ পিএসসি ও লে. কর্নেল মো. ওমর ফারুক পিএসসি। উপকার ভোগী মো. ছাদেক মিয়া বলেন, সম্প্রতি বজ্রপাতের আগুনে আমার স্ত্রী ও এক সন্তান সহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এমতাবস্থায় দীঘিনালা সেনা জোন আমার পাশে দাঁড়িয়েছেন। রেডিয়েন ত্রিপুরা বলেন, আমরা যুব সমাজ সম্মিলিতভাবে জাতমলী এলাকায় ২০০৭ সালে একটি লাইব্রেরি স্থাপন করি। লাইব্রেরিতে আসবাপত্র ছিলোনা। দীঘিনালা সেনা জোনে দরখাস্ত করার পর আমরা চেয়ার, টেবিল সহ অনান্য আসবাপত্র পেয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com