বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবিতে তারাকান্দায় বিক্ষোভ মিছিল

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪

কারাবন্দি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারাকান্দা উপজেলা যুবদল। মঙ্গলবার (৭মে) বিকেল ৪ টার দিকে তারাকান্দা উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও তারাকান্দা উপজেলা যুবদলের নেতা আবুল কালাম আজাদ ও জেলা উত্তর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ও আজাহারুল ইসলামের নেতৃত্বে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি সমাবেশে বক্তব্যে বলেন, মিথ?্যা গায়েবি মামলায় ফরমায়েশি সাজা দিয়ে যুবদল সভাপতি টুকুকে কারাগারে বন্দি রাখা হয়েছে। অবিলম্বে এই যুবনেতার মুক্তি না দিলে রাজপথে ফ?্যাসিস্ট সরকারকে কঠোর জবাব দেওয়া হবে। আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহপ্রচার সম্পাদক জুয়েল মন্ডল, তারাকান্দা উপজেলা যুবদলের নেতা খলিলুর রহমান, সুমন বাকি, আজাদ,রফিক, আবু সাঈদশাহিন, নজরুল, মুঞ্জুরুল, আজিজুল, সোহেল, সালাম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com