বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

বরিশাল সদর ও বাখেরগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট গ্রহন আজ

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪

আসন্ন উপজেলা নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপে বরিশাল সদর উপজেলা ও জেলার বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২২ জন প্রার্থী নির্বাচনের মাঠে ভোট যুদ্ধে অংশ গ্রহন করছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাত পোহালেই আজ বুধবার (৮ ই) মে বরিশাল সদর উপজেলা ও বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার নির্বাচন সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি গ্রহন করেছে জেলা রিটানিং অফিসার,সহকারী রিটানিং অফিসার সহ জেলা নির্বাচন কর্মকর্তা গণ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭) মে সকাল থেকে বরিশাল সদর উপজেলা কার্যলয় থেকে বরিশাল সদর উপজেলার ভোট গ্রহনের একমাত্র ব্যালট পেপার ছাড়া অন্য সকল ব্যালট বক্স,সিল কালি সহ বিভিন্ন সরঞ্জামদী স্ব স্ব ভোট কেন্দ্রের দায়ীত্বশীল কর্মকর্তা সহ কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের নিকট বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে নির্বাচনের ব্যালট পেপার বুধবার সকাল ৫টার মধ্যে নিজ নিজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয় থেকে বুঝে নেওয়ার কথা মাইকে ঘোষনা করেন সংশ্লিষ্ট কর্মকতা গণ। বরিশাল সদর উপজেলার নির্বাচনে এবার প্রতিদ্বন্ধিতা করছেন বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সাবেক বিসিসি কাউন্সিলর এস এম জাকির হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও সমাজসেবক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সদ্য পদত্যাগপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম (ছবি) বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাড, মো. মাহাবুবুর রহমান মধু ও সমাজেসেবক মো.আব্দুল মালেক সহ ৫জন। ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ফাইজুল ইসলাম (সজিব), বরিশাল মহানগর সাবেক ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক ভাইসচেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগ নেতা শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ, ও মো.মাহিদুর রহমান (মাহাদ) সহ ৪জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করবেন আওয়ামী লীগ নেত্রী ও শিক্ষিকা নেহার বেগম, একই পরিবারে (জা) মারিয়া আক্তার ও এ্যাড, মোসাম্মৎ হালিমা বেগম হ্যাপি সহ ৩ জন। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিশ্বাস মুতিউর রহমান (বাদশা), রাজিব আহম্মদ তালুকদার সহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. সাইফুর রহমান, মো. শাহবাজ মিঞা, কামরুল হোসেন ও আব্দুস সালাম সহ ৪জন। মহিলা ভাই চেয়ারম্যান পদে ২ জন তহমিনা বেগম ও জাহানারা বেগম। উল্লেখ্য, বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৯৫ হাজার ২৯৯ জন, এর মধ্যে ৩ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৯৫ হাজার ১৩৫ জন নারী ও ১ লাখ ১৬১ জন পুরুষ ভোটার রয়েছেন। ভোট কেন্দ্র ৬৮ ও কেন্দ্র ৩২টি। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১ হাজার ২১১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৯৮৪ জন ও ভোটার নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ২২৪ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৩ জন। ভোট কেন্দ্র ১১৩ ও ভোট কক্ষ ৬৯৮টি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com