বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে পাল্টে যাচ্ছে মেলান্দহের মাহমুদপুরের চিত্র

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের অতিদরিদ্রের জন্য কর্মসৃজন কর্মসূচি (ইজিপিপি) কাজের আওতায় ২য় পর্যায়ে কাজ গত ১৫ এপ্রিল শুরু হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে মাহমুদপুর ইউনিয়নে মোট ৭টি প্রকল্পের তালিকা তৈরি করেন ইউনিয়ন পরিষদ। এইসব তালিকায় রয়েছেন রাস্তার মাটি কাটা বা রাস্তা সংস্কার করা ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট করার কাজ। এই কর্মসৃজন কর্মসূচি কাজের আওতায় রাস্তায় মাটি কাটায় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাটি কেটে মাঠ ভরাট করায় দ্রুত পাল্টে যাচ্ছে মাহমুদপুর ইউনিয়নের চিত্র। একদিকে রাস্তার মাটি কেটে ভরাট করায় দেশের গ্রামীণ অবকাঠামো নির্মাণের উন্নয়ন হচ্ছে। অন্য দিকে হতদরিদ্র পরিবারের লোকজনের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এতে করে জনগণের চলাচলের সুবিধার জন্য রাস্তা নির্মাণের কাজ যেমন দ্রুত এগিয়ে চলছে তেমনি জনগণের ভোগান্তি লাগব হচ্ছে। অন্য দিকে এই প্রকল্পের আওতায় সঠিকভাবে ও সময়মতো কাজ করায় মাহমুদপুর ইউনিয়নের পুরো কাজের চিত্রই পাল্টে দিয়েছে কর্মসৃজন কর্মসূচি কাজের আওতায় রাস্তা নির্মাণসহ হতদরিদ্র শ্রমিকদেরও জীবন যাত্রার মান।বর্তমানে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচি কাজের অগ্রগতি ও বাস্তবায়ন এখন মেলান্দহ উপজেলার রোল মডেল হিসেবে পরিনত হতে যাচ্ছে। তাই বলা যায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের অতিদরিদ্রের জন্য কর্মসৃজন কর্মসূচি কাজের অগ্রগতি এখন বাংলাদেশের রোল মডেল হিসেবে পরিনত হচ্ছে। এই জন্য একদিকে দেশের গ্রামীণ অবকাঠামো নির্মাণে উন্নয়ন হচ্ছে উপর দিকে সরকারের হতদরিদ্র পরিবারের কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে। এইসব রাস্তার উন্নয়নের কাজএখন ব্যাপক দৃশ্যমান কাজ করতে দেখা যাচ্ছে, যা চোখে পড়ার মতো। গতকাল সরেজমিনে ঘুরে মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখে গেছে মাহমুদপুর ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচি কাজের অগ্রগতি এখন চোখে পড়ার মতো প্রতিটি রাস্তার কাজ এখন দৃশ্যমান। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ প্রায় প্রতিটি রাস্তার প্রকল্পের উন্নয়নের কাজ ও শ্রমিকদের কাজের অগ্রগতি তদারকি করে যাচ্ছেন বলে জানা গেছে। এতে করে কর্মসৃজন কর্মসূচি কাজের আওতায় রাস্তা নির্মাণ দৃশ্যমান কাজ সত্যিই নজর পড়ার মতো ও মেলান্দহ উপজেলার রোল মডেল হিসেবে কাজের অগ্রগতি ও বাস্তবায়নে পরিনত হয়েছে বলে এলাকাবাসীও সচেতন মহলের দাবী। এক কথায় মাহমুদপুর ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচি কাজের বাস্তবায়ন এখন মেলান্দহ উপজেলার রোল মডেল হিসেবে পরিনত হয়েছে। আশা করা যায় এই উপজেলার আরও বাকী ১০টি ইউনিয়নে যদি এই মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ মহোদয়ের মতো প্রতিটি চেয়ারম্যান যদি সঠিকভাবে, সঠিক সময়ে কাজ করে ও সঠিকভাবে কাজের অগ্রগতি তদারকি করে তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের এই কর্মসূচির উদ্দেশ্য বাস্তবায়ন সঠিকভাবে হবে বলে এলাকার সচেতন মহল ও সচেতন মানুষের আশাবাদী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com