সোমবার, ২০ মে ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

দিল্লির কাছে রাজস্থানের হার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

আইপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে দিলো দিল্লি ক্যাপিটালস। গতকাল মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থানকে ২০ রানে হারিয়ে দেয় সৌরভ-পন্টিংদের দল। দিল্লির হয়ে নজর কাড়লেন পশ্চিমবঙ্গের অভিষেক পোড়েল এবং তরুণ ওপেনার ম্যাকগ্রুক। এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দিল্লি। তরুণ ওপেনার ফ্রেসার ম্যাকগ্রুক এদিনও মাত্র ২০ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন। আরেক ওপেনার অভিষেক পোড়েলও ৩৬ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। চলতি আইপিএল দিল্লির স্তম্ভ হয়ে উঠেছেন এই পশ্চিমবঙ্গের খেলোয়াড়। দুই ওপেনারের গড়ে দেয়া প্ল্যাটফর্মে ‘ফিনিশিং টাচ’ দেন ট্রিস্টান স্টাবস। শেষদিকে ২০ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনিও। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে দিল্লি করে ৮ উইকেটের বিনিময়ে ২২১ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল এদিন মাত্র ৪ রান করেন। বাটলারও মাত্র ১৯ রানে প্যাভিলিয়নে ফেরেন। এর পর লড়াইটা শুরু করেন সঞ্জু স্যামসন। কঠিন পরিস্থিতিতে মাত্র ৪৬ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। রিয়ান পরাগ (২৭), শুভম দুবেরাও (১২ বলে ২৫) দ্রুত রান তোলেন। তবে ম্যাচ ফিনিশ করার দায়িত্ব ছিল রভম্যান পাওয়েলের উপরে। কিন্তু শেষটা করতে পারেননি তিনি। শেষদিকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। শেষপর্যন্ত তাদের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ২০১ রানে। দিল্লি জয়ী হয় ২০ রানে।
জয়ের ফলে পুরোপুরি প্লে-অফের দৌড়ে চলে এলো দিল্লি। আপাতত তাদের সংগ্রহে ১২ ম্যাচে ১২ পয়েন্টে। শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্লে-অফে চলে যেতে পারে তাঁরা। অন্যদিকে, এদিনের হারের ফলে শীর্ষে যাওয়ার সুযোগ হারাল রাজস্থান। শীর্ষস্থান আপাতত কেকেআরের দখলে। এদিনের ম্যাচে আরো একটি চমকপ্রদ বিষয় হলো যুজবেন্দ্র চাহালের রেকর্ড। প্রথম ভারতীয় হিসাবে টি-২০ ক্রিকেটে ৩৫০ উইকেট শিকার করলেন তিনি। এদিন ঋষভ পন্থের উইকেট নিয়ে এই নজিরে পৌঁছান চাহাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com