মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই: প্রধান উপদেষ্টা বৈষম্যবিরোধীর ব্যানারে ছাত্রলীগের পুনর্বাসন চলছে:নাহিদুজ্জামান শিপন নকশা লঙ্ঘন: ঢাকায় ৩৩৮২ ভবনের অবৈধ অংশ ভাঙা হবে জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের সিপিডি’র গবেষণা: ২০২৩ সালে কর ফাঁকিতে রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা লন্ডনে বিয়ের অনুষ্ঠানে হাছান মাহমুদসহ সাবেক মন্ত্রী-এমপিরা পলাতক আ. লীগের নেতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে : শফিকুল আলম প্রাইম এশিয়ার শিক্ষার্থী হত্যা : ৩ আসামি ৭ দিনের রিমান্ডে

৩ ফরম্যাটের সিরিজ খেলতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০২৪

বিশ্বকাপ উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে ইতোমধ্যেই ব্যাগ গোছাতে শুরু করেছে টাইগাররা। তবে এবারই শেষ নয়, আগামী নভেম্বরে ফের ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যাবে শান্ত বাহিনী। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটা গড়াবে সেখানেই। গতকাল শুক্রবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে নিজেদের সফরসূচি (এফটিপি) প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে দেখা যায়, তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে চলতি বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। প্রায় এক মাসব্যাপী এই সিরিজ চলবে ডিসেম্বর পর্যন্ত। এই সিরিজের প্রাথমিক সূচিও প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট। প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ২২ নভেম্বর অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। সিরিজের অন্য টেস্ট ম্যাচটি হবে জ্যামাইকায়, ৩০ নভেম্বর। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে সেন্ট কিটস ও নেভিসে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবার শেষে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের তিনটি ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে। যা অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর। তাছাড়া টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় বাংলাদেশকে একটি গা গরমের ম্যাচ খেলতে সুযোগ করে দেবে বলেও জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষেও চলতি বছর সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে ও পরে মিলিয়ে খেলবে প্রোটিয়াদের বিপক্ষে। এরপর অক্টোবর ও নভেম্বরে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com