রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

সুফিবাদ মানুষকে বিভেদমুক্ত বন্ধনে আবদ্ধ করে: সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ১২ মে, ২০২৪

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বোস্টন ইউএসএর উদ্যোগে ১১মে বোস্টনে অবস্থানরত বাংলাদেশী পেশাজীবীদের নির্বাচিত ব্যক্তির্বগের সাথে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডরীর সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী বলেন সুফিবাদ মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন গড়ে তোলে, বিভেদ – বিচ্ছেদ বা অনৈক্য সুফিবাদের শিক্ষা নয়। সুফিবাদ একই সাথে মানব কল্যানের শিক্ষাও দেয়। মানব প্রেমই মুলত স্রষ্টা প্রেম। ১০০ ঐবধৎফ ংঃৎববঃ , ঈযবষংবধ গঅ স্টুডিও হলে ড. এম ইমরানুল করিমের সঞ্চালনায় এই মুক্ত আলোচনায় অংশ নেন স্বনামধন্য চিকিৎসক ডা. এহসান হক, প্রকৌশলী ফিরোজখান, রাজনীতিক ও সংগঠক ওসমান গনী,কমিউনিটি ব্যক্তিত্ব নোমান চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক হুমায়ুন মোরশেদ, সাংবাদিক তাপস বড়ুয়া, কাজী আবছার উদ্দিন, জাহাঙ্গীর আলম, আহমদ নবী, সিরাজুম মুনির, মো: শাহ আলম।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর কল্যান কামনায় মোনাজাত করেন শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। উল্লেখ্য গত ডিসেম্বরে বোস্টনে অনুষ্ঠিত হয়েছিল “ সুফি দৃষ্টি ভঙ্গি শান্তি ও ন্যায় বিচার” শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ধারাবাহিক ভাবে আরো ব্যাপক পরিসরে সুফি আলোচনার ঘোষণা দেন আয়োজক বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com