নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া ও নিরেলী গ্রামে বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হরিগুরু চাঁদ মতুয়াভক্ত শত শত নারী-পুরুষ এ মহাসম্মেলনে যোগ দেন।শুক্রবার বিকেলে শিমুলিয়া ও নিরেলী মন্দিরে অনুষ্ঠিত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা কমিটির সভাপতি অসীম পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্ট্রের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া, মতুয়া মিশন জেলা কমিটির সাধারন সম্পাদক অসীম বিশ্বাস, উপদেষ্টা অশোক কুন্ডু, কলোড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব মৈত্র, শিমুলিয়া মন্দিরের সভাপতি রতন সিংহ, বিমল গোসাই, সন্দীপ রায়,পিযুষ বিশ্বাস প্রমূখ। প্রধান অতিথি বিশিষ্ট মতুয়া সংগঠক অসীম পাল বলেন, সনাতন ধর্মালম্বীরা মতুয়া আদর্শে উজ্জিবিত হয়ে একটি প্লাটফর্মে একত্রিত হয়েছেন। হরিগুরু চাঁদ ঠাকুরের শিক্ষা হচ্ছে-বড়দের সম্মান করা, ছোটদের ¯েœহ করা, গোত্র-বিভেদে না জড়ানো, জাতভেদ ও হিংসা-বিদ্বেষ ভুলে সহমর্মিতা গড়ে তোলা, পরোপোকারী হিসেবে নিজেকে আত্মনিয়োগ করা।শিশুদের মাঝে এসব শিক্ষা বিস্তারে মতুয়া মিশন কাজ করছে বলে তিনি জানান।