বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনে হাজী দিদার পাশার পক্ষে আলোচনা সভা

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় রবিবার, ১৯ মে, ২০২৪

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশার মোটরসাইকেল প্রতীকের সর্মথনে মেলান্দহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা সংসদের উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে রবিবার দুপুরে মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলান্দহে ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবসের ও বিজয় দিবসের প্রথম পতাকা উত্তোলন কারী এবং মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯৭১ সালে ৯ মার্চ মেলান্দহে মুক্তিযুদ্ধের প্রথম পতাকা উত্তোলন কারী ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা,মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান লেবু,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মেলান্দহ উপজেলা শাখার সভাপতি এস,এম মোশাররফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আগামী ২৯ মে মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে হাজী দিদার পাশার মটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহবান জানান বীর মুক্তিযোদ্ধাগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com