৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন/২৪ এর ২য় ধাপে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও সুষ্ঠু-অবাধ-শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আশি (৮০) টি কেন্দ্রে প্রশাসন, পুলিশ, আনসার সহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর নিñিদ্র নিরাপত্তায় ভোট কেন্দ্রে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। প্রচন্ড গরম এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থার পরিবহন কম থাকায় এবং অনেক শ্রমিক দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকায় ভোটের হার কম হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট উপস্থিতি ছিল চোখে পরার মত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুদক্ষ নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল সূর্য্য ওঠার পূর্বে বিভিন্ন কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তায় ভোটের ব্যালট পেপার সহ সকল উপকরণ নির্দিষ্ট সময়ে বিভিন্ন ভোট কেন্দ্রে পৌছে দেয়। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা যথা সময়ে পুলিং অফিসারদের দায়িত্বে ও দূর এবং দুর্গম ভোট কেন্দ্রে পরিবহণ যোগে পৌছে দেয়। এই নির্বাচনে র্যাব, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও ভিডিপি প্রতিটি কেন্দ্রে শৃংখলা বজায় রাখে। শেষ খবর অনুযায়ী ভোটার উপস্থিতি প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অত্র উপজেলায় ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪১ হাজার ৮ শত ৭০ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ২২ হাজার ৫০ জন এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৮ শত ১৯ জন। বর্তমান উপজেলা চেয়ারম্যান পদে মু. সাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু প্রতিদ্বন্ধিতা করছে। তবে বিভিন্ন সমর্থকের সাক্ষাতকারে জানা যায় ঘোড়া মার্কা প্রতীক নিয়ে মু. সাহিন বিজয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।