রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

দীঘিনালায় সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

এম ইদ্রিছ আলী পার্বত্য অঞ্চল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালায় ঘূর্ণিঝড় রেমাল ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বন্যায় মারা যাওয়া এক শিশুর পিতাকে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০ টায় উপজেলার ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে নৌকাযোগে পৌঁছে ঘূর্ণিঝড় রেমাল ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ ও বড় মেরুং এলাকায় বন্যায় নিহত এক শিশুর পিতা আবদুল লতিফকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ওমর ফারুক পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব ও ১ নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমূখ। ত্রাণ সামগ্রীর মধ্যে জনপ্রতি চাউল, আটা, তেল, ডাল, চিনি, লবন, চা পাতা ও বিস্কুট প্রদান করা হয়। ঘূর্ণিঝড় রেমাল ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলো এসব ত্রাণ সামগ্রী পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোন অধিনায়কের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ওমর ফারুক পিএসসি জানান, আত্ম মানবতার কল্যানে দীঘিনালা জোন সবসময় উপজেলার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর পাশে এগিয়ে এসেছে। আমরা আমাদের সেনাবাহিনীর খাবার বাঁচিয়ে এ অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিতরণ করেছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com