শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

নড়াইলে শিক্ষা বিস্তারে দুটি হরিলীলামৃত স্কুলের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪

নড়াইলে শিক্ষা বিস্তারে দুটি হরিলীলামৃত স্কুলের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জুন) রাতে জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বৈকন্ঠপুর মধ্যপাড়া সার্বজনীন ক্যাত্যায়ানী মন্দিরে উৎসব মূখর পরিবেশে ৩২তম স্কুলের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা কমিটির সভাপতি অসীম পাল। হারান বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মিশন জেলা কমিটির সেক্রেটারি অসীম বিশ্বাস, সহ-সভাপতি ভক্তদাস সিরালী, সাংগঠনিক সম্পাদক বাসুদেব পাল, নলদী পুলিশ ফাঁড়িরক্যাম্প ইনচার্জ, মতুয়া লিটন বিশ্বাস, সজল কুমার রায়, কুমারেশ বিশ্বাস, সমাজসেবক চুন্নু মোল্যা প্রমূখ। স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে আশপাশের এলাকা থেকে হরিগুরু চাঁদ মতুয়াভক্ত শত শত নারী-পুরুষ যোগ দেন। প্রধান অতিথি বিশিষ্ট মতুয়া সংগঠক অসীম পাল বলেন, আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যত।শিশুদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে জেলার বিভিন্ন এলাকায় ৩২টি হরিলীলামৃত স্কুল স্থাপন করা হয়েছে। হরিগুরুচাঁদ ঠাকুরের শিক্ষা হচ্ছে-বড়দের সম্মান করা, ছোটদের ¯েœহ করা, গোত্র-বিভেদে না জড়ানো, জাতভেদ ও হিংসা-বিদ্বেষ ভুলে সহমর্মিতা গড়ে তোলা, পরোপোকারী হিসেবে নিজেকে আত্মনিয়োগ করা।শিশুদের মাঝে এসব শিক্ষা বিস্তারে মতুয়া মিশন কাজ করছে বলে তিনি জানান। এছাড়া গত শুক্রবার (৩১ মে) বিকালে নড়াইল সদর উপজেলার মুলিয়া গ্রামের শান্তি রাম রায়ের বাড়িতে প্রধান অতিথি হিসেবে ৩১তম স্কুলের উদ্বোধন করেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা কমিটির সভাপতি অসীম পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতুয়া মিশন জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার বিশ্বাস, মতুয়া বাসুদেব পাল, সন্দীপ রায়, দেবমজুমদার, অংশপতি রায়,প্রদ্যুৎ কুমার রায়,দেবব্রত সরকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com