বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

ফটিকছড়িতে বালু মহালে চাঁদাদাবীকে কেন্দ্র করে মারামারি, থানায় মামলা দায়ের!

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪

চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং খালের বালু মহালের ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র গত ২৫ শে মে সন্ধ্যায় মোর্শেদ উদ্দীন নামে এক স্কুল শিক্ষকের মাথা ফাঁটিয়ে দেয়ার অভিযোগ উঠে রাজামিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে চাঁদা দাবীর অভিযোগ এনে রাজা মিয়া ও মোঃ গিয়াস উদ্দীনসহ ৪/৫জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে গত ২৭শে মে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন মোর্শেদ উদ্দীন। মামলা নং ২২। মোর্শেদ উদ্দীন জানান, মামলা দায়েরের পরও বিবাদী রাজামিয়া, গিয়াস উদ্দিন ও মঈন উদ্দীন ফের তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। তিনি বলেন, বালু মহালের শেয়ারের টাকা দেয়ার পরও রাজামিয়ার কাছে ৬ হাজার টাকা, গিয়াসউদ্দিনের কাছে ৩৬ হাজার টাকা এবং মঈন উদ্দীনের কাছে ২ লক্ষ ১৯ হাজার টাকা তিনি পাবেন। তারা ৩ জন তার কাছে কোন টাকা পাবেনা বলে জানান তিনি। তিনি আরো জানান, বিভিন্ন সময়ে মুটোফোনে তাকে হত্যার হুমকী দিয়ে গুপ্ত হামলা করার পরিকল্পনা করে যাচ্ছে তারা । এই জন্য তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার পুর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। অন্যদিকে অভিযুক্ত রাজামিয়া চাঁদা দাবীর বিষয়টি মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলেন, লেলাং খালে বালু মহালের শেয়ার ক্রয় বাবদ আমি তাকে ১ লক্ষ টাকা দিই। বিভিন্ন সময়ে ঐ পাওনা টাকা চাওয়ায় মোর্শেদ গত ১৭ জানুয়ারি ও ২৫ শে মে তার উপর হামলা করে। এ ব্যাপারে তিনি চট্টগ্রাম জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩ জুন একটি সি আর মামলা দায়ের করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে আনীত চাঁদাবাজির অভিযোগ প্রমান করতে না পারলে মোর্শেদের নামে ২০ লক্ষ টাকার মানহানির মামলা করবেন বলেও জানান তিনি। এ ব্যাপারে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু ছালেহ তুহিন জানান, চাঁদাবাজি নয়, বালুর ব্যবসার লেনদেন নিয়ে এই ঘটনার সৃষ্টি। মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com