শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে গ্রেফতার:বিএফইউজে ও ডিইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সুজনের নিরীহ মানুষ হত্যাকারী রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা  দিতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোন  অধিকার নেই: মির্জা ফখরুল ছাত্র-জনতার খুনের দায়ে সরকারকে পদত্যাগ করতে হবে: বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জনরোষ থেকে বাঁচাতে সরকার জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিরোধীদলের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে: মাওলানা এটিএম মা’ছুম কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র নিন্দা:ম্যাথিউ মিলার পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার জন্য প্রধানমন্ত্রীর আহবান ব্লাকবেঙ্গল জাতের ছাগল মেহেরপুরের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম উৎস দিনাজপুর হাবিপ্রবিতে সাপ নিয়ে গবেষণায় সফল শিক্ষার্থী কামরুন নাহার কনা

ফিরে আসবে ছ্যাং-এ৬

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪

বৃহস্পতিবার (৬ জুন) চাঁদের অন্ধকার দিক থেকে নমুনা নিয়ে সফলভাবে অ্যাসেন্ডার থেকে রিটার্নার মডিউলে সংযুক্ত হয় চীনের নভোযান ছ্যাং-এ৬। স্থানান্তরিত হওয়ার পর প্রোবটি এখন নির্ধারিত রুটে পৃথিবীর পথে রয়েছে। গত বৃহস্পতিবার বেইজিং সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ছ্যাং-এ৬ প্রোবের অ্যাসেন্ডারটি সফলভাবে চাঁদের কক্ষপথে থাকা অরবিটার-রিটার্নারের সঙ্গে ডক করে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এ খবর জানিয়েছে। সিএনএসএ‘র এক বিশেষজ্ঞ বলেছেন, প্রোবটি পৃথিবীতে ফিরে আসার জন্য প্রস্তুত। ১৪ দিন চাঁদকে প্রদক্ষিণ করার পর এটি চাঁদ-পৃথিবী স্থানান্তর কক্ষপথে প্রবেশ করবে। এর পর পাঁচ দিন প্রোবটি নিজের কক্ষপথ সমন্বয় করবে এবং এ সময়ের মধ্যে এক থেকে তিনটি কক্ষপথে এটি ঘুরবে।
পৃথিবী থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার উঁচুতে থাকতে প্রোবটি থেকে রিটার্নার আলাদা হবে। এর পরেই এটি বায়ুম-লে প্রবেশ করবে।
উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অ লের সিচিওয়াং বান্নারের অবতরণ এলাকায় নামবে ছ্যাং-এ৬। এর মাধ্যমে চাঁদে যাওয়া ও ফিরে আসা নিয়ে ছ্যাং-এ৬ এর ৫৩ দিনের যাত্রার সমাপ্তি ঘটবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com