মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের সরকারতালুক গ্রামের মানুষ প্রায় দুই সপ্তাহ ধরে পানিবন্দি ছিল শতাধিক পরিবার। অল্প বৃষ্টিতে বসতঘরে পানি উঠে যায়। যাতায়াতের একমাত্র সড়কটিও পানিতে নিমজ্জিত। ঘূর্ণিঝড় রিমাল এর বৃষ্টির পানি এখনো নামে নাই। ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ঐ এলাকার জনগণের। জলাবদ্ধতার বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর সরেজমিনে দেখতে আসেন চট্টগ্রাম -১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, মিরসরাই উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন সহ অন্যান্যরা। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা না থাকায় পানিবন্দি হয়ে পড়ে শতাধিক পরিবার বলে অভিমত পোষণ করেন পরিদর্শনে আসা সকলেই। এসময় সংসদ সদস্যদের নির্দেশে করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম এর সার্বিক তত্ত্বাবধানে ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করা হয়। ড্রেনের মাধ্যমে পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা মুক্ত করা হয়। তবে এলাকাবাসীর দাবি যাতে স্থানী ও টেকসই ভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।