ময়মনসিংহের নান্দাইলে ১২ জুন (বুধবার) উপজেলার ১২ ইউনিয়ন খেকে তরুন ও কর্মট মোট ৫০ জন কৃষককে নিয়ে দিনব্যাপী ‘ কৃষক এঅচ ‘ সার্টিফিকেশন কর্মসূচি পালন করা হয়। উত্তম কৃষি চর্চার মাধ্যমে প্রচলিত কৃষির ধ্যান-ধারনা থেকে বেরিয়ে এসে নিরাপদ খাদ্য মডিউল, পরিবেশগত ব্যবস্থাপনা মডিউল, কর্মীর স্বাস্থ্য নিরাপত্তা ও কল্যান মডিউল, পন্যমান মডিউল ও সাধারণ প্রয়োজনীয়তা মডিউল ব্যবহার করে কিভাবে নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্মত সবজি ও ফল উৎপাদন করে নিজেদের চাহিদা মিটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করে নিজেদের ভাগ্য পরিবর্তন করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলার ৫০ জন তরুন ও কর্মট কৃষককে ধাপে ধাপে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাহউদ্দিন কায়সার, পার্টনার প্রোগ্রাম, ময়মনসিংহ অঞ্চল। এছাড়া প্রশিক্ষন প্রদান করেন নান্দাইল উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান, নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, ঈশ্বরগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. আব্দুল ওয়াহেদ খান, নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু আহমেদ তারিফ প্রমুখ। সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাহউদ্দিন কায়সার (পার্টনার প্রোগ্রাম, ময়মনসিংহ অঞ্চল) বলেন, দেশের প্রত্যেক উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এনট্রিপরেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর তত্বাবধানে ওয়ার্ল্ড ব্যাংক ও আইএফএডি এর সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ কর্মসূচি পালন করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন – কৃষি গবেষনার সকল ইনফ্রা-স্ট্রাকচার প্রস্তুত হয়ে গেলে আগামী ২ বছরের মধ্যে রপ্তানিযোগ্য সবজি ও ফল দেশব্যাপী উৎপাদন করা সম্ভব। এজন্য কৃষকদের উত্তম কৃষি চর্চার মাধ্যমে আগ্রহ ও উদ্বীপনা নিয়ে চাষাবাদ করার পরামর্শ দেন। প্রশিক্ষণ শেষে তিনি প্রশিক্ষিত কৃষকদের সনদ প্রদান করেন।