বুধবার, ২৬ জুন ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

সদরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ফরিদপুরের সদরপুরে জেলা প্রশাসক ফরিদপুর মহোদয়ের উদ্যোগে তাপমাত্রা কমাতে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা করা হয়েছে। ১৩ জুন, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রধানদের নিকট বিভিন্ন প্রজাতির চারা বিতরণের মধ্য এ কর্মসূচীর অভিযাত্রা শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, দিয়ার নারিকেল বাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন সরদার, চরনাছিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ রোকন উদ্দীন মোল্যা, ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতী, আকোটেরচর ইউপি চেয়ারম্যান মোঃ আসলাম বেপারী সহ উপজেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠপানের শিক্ষার্থীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী জানান, জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, মহোদয়ের দিকনির্দেশনায় এ চারা বিতরণ করা হয়েছে। আগামী জুলাই মাসেও আমরা উপজেলায় বৃক্ষরোপন ও চারা বিতরণ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com