শনিবার, ১৫ জুন ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

মোদির সরকার টিকবে না, যেকোনো সময় পতন হবে: মল্লিকার্জুন খাড়গে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪

ভারতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ভুল করে ভারতে এনডিএ সরকার গঠিত হয়েছে। যেকোনো সময়ে তার পতন ঘটবে। তিনি আরও দাবি করেন, সরকার গঠনের জন্য ম্যান্ডেট নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কয়েকদিন ধরেই সরকার গঠনের পর মিত্রদের ধরে রাখার জন্য সংগ্রাম করছে মোদির ভারতীয় জনতা পার্টি বিজেপি। এ নিয়ে নানা জল্পনা ভারতে। মিত্রদের মধ্যে অনেকে ব্যাপক সমালোচনা করছেন। এর পরেই মল্লিকার্জুন খাড়গে ওই মন্তব্য করলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয় মল্লিকার্জুন খাড়গে ব্যাঙ্গালোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, মোদির সরকার একটি সংখ্যালঘিষ্ঠ সরকার। আমরা চাই তারা অব্যাহত থাকুক। দেশের মঙ্গলের জন্য কাজ করুক। আমরা দেশকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে চাই।
উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ২৯৩টি আসন। এর আগের দুটি নির্বাচনে বিজেপি একক দল হিসেবে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু এবার তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় কমপক্ষে ২৭২ আসন পেতে ব্যর্থ হয়। ফলে তাদেরকে সরকার গঠনের জন্য জোটের ওপর নির্ভর করতে হয়। এক্ষেত্রে এগিয়ে আসে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি), বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ), একনাথ শিন্ডের শিবসেনা এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি- রাম বিলাস। তারা যথাক্রমে ১৬, ১২, ৭ এবং ৫ টি আসনে জয় পেয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেন নরেন্দ্র মোদি। এই সরকার আগের দুই দফার সরকারের চেয়ে অনেক দুর্বল হবে বলে রাজনৈতিক ভাষ্যকাররা মন্তব্য করেন। এরপর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করছেন, এই সরকারের মেয়াদ হবে অল্প। তার এ মন্তব্যের দ্রুত জবাব দিয়েছেন এনডিএ নেতারা। জেডিইউ-এর নেতা কংগ্রেস যখন জোট সরকার গঠন করেছিল তখনকার প্রধানমন্ত্রীদের স্কোরকার্ড দেখতে মল্লিকার্জুনের প্রতি আহ্বান জানান। এ বছর বিজেপি যে সংখ্যক আসনে জয় পেয়েছে সেই একই সংখ্যক আসনে ১৯৯১ সালে লোকসভায় জিতেছিল কংগ্রেস। তখন পিভি নরসীমা রাওয়ার অধীনে একই রকম সরকার গঠন করেছিল কংগ্রেস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com