সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

রামগতিতে শাহনাজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

গোলাম রব্বানী (রামগতি) লক্ষ্মীপুর
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী শাহনাজ বেগমকে কুপিয়ে হত্যার পর লাশ বাড়িতে রেখে পালিয়ে যান স্থানীয় মসজিদের মুয়াজ্জিন শিহাব উদ্দিন। এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধনের আয়োজন করেন নিজেররা করি নামের একটি সামাজিক সংগঠন। এসময় বক্তব্য রাখেন নিজেরা করি সংগঠনের আঞ্চলিক সমন্বয়কারী স্বপ্না রাণী বিশ্বাস, কর্মসূচি সংগঠক বিনয় রতন চাকমা, ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, ভূমিহীন গ্রাম কমিটির সাধারণ সম্পাদক জয়শ্রী রাণী দাস, ফারহানা বেগম ও হেলাল উদ্দীন প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে শাহনাজের খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের যথাযথ প্রয়োগ দাবী করেন। উল্লেখ্য গত ২০ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরসেকান্দর এলাকার সুজনগ্রামে ভাড়া বাসায় থাকতেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন শিহাব উদ্দিন। স্ত্রী শাহনাজের সাথে প্রায় ঝগড়া হতো তার। বৃহস্পতিবার সকালে শিহাব ছাগলের মাংস কাটছিলেন। এর মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে শিহাব তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে শাহনাজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলে শাহনাজ মারা যায়। একপর্যায়ে লাশ ঘরে রেখে শিহাব পালিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুজন গ্রামে তার কর্মরত মসজিদের সিঁড়ির নিচ থেকে তাকে আটক করে পুলিশ। ঘটনার পর পরই তিনি সিঁড়ির নিচে আত্মগোপনে ছিলেন। আটক শিহাব একই উপজেলার শ্যামল গ্রামের বাসিন্দা। রামগতি থানার ওসি মোহাম্মদ মোছলেহ উদ্দিন জানান, শাহনাজ হত্যার অভিযোগে ইতিমধ্যে পুলিশ ঘাতক খুনিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর সাথে জড়িতদের শনাক্তের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com