বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সদ্য বিলুপ্ত মহানগর বিএনপি নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে পৃথকভাবে দোয়া-মোনাজাতের আয়োজন করে। রোববার (২৩) জুন যোহরবাদ সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্য়ালয়ে সদ্য বিলুপ্ত বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও বিলুপ্ত কমিটির সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদের সঞ্চলনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন সাবেক মহানগর কমিটির সদস্য আ.ন.ম সাইফুল ইসলাম আজিম,সদস্য আব্দুল হালিম মৃধা, মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মসিউর রহমান মঞ্জু। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, আমিনুর রহমান মামুন, এ্যাড. হুমউিন কবির মাসুদ, এ্যাড. ইমন চাকলাদার,জহিরুল আসলাম লিটু, জুলহাস উদ্দিন মাসুদ, বদিউজ্জামান টোলন, জাহিদুর রহমান রিপন, আহমেদ জেকি অনুপম, ইয়াসিন আরাফাত মিন্ট, মহানগর মৎস্য দল আহবায়ক সাইদুর রহমান মিলন সহ নগরীর ত্রিশটি ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব সদস্য গণ। এর পূর্বে সাবেক আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সাবেক সদস্য সচিব মীর জাহিদ বলেন, আমাদের চেয়ারপার্সন, আমাদের মা আজ চিকিৎসাধীন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন এই অত্যাচারিত সরকারের রোশানলে পড়ে প্রবাশী জীবন যাপন করে দল ও আমাদের সর্বক্ষণ খোঁজ-খবর রাখছেন। তাই আমরা এখনও বলি আমাদের মধ্যে কোন ধরনের বিভেদ দ্বন্ধ নেই। আমরা সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রথানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের গতিবৃদ্ধি করার জন্যই হয়ত পুরান কমিটি ভেঙ্গে নতুন কমিটি উপহার দেবে চেয়ারম্যান যাকেই দেবে আমরা দলের স্বার্থে এক হয়েই মাঠে কাজ করে এই জালিম সরকারের মিথ্যা মামলা থেকে বেগম জিয়া ও তারেক রহমানকে মুক্ত করে আনতে আবারো যদি জেলে যেতে হয় প্রয়োজনে যাব। এর আগে বেলা ১২ টায় দলীয় কার্যালয়ে সাবেক মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সাবেক যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ বন্ধি এদেশের মানুষের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র লেবাশের স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় জেল-হাজতবাস করছে। তাই আমাদের দলের জন্য সকলকে এক হয়ে কাজ করার জন্য আহবান জানান। পরে বেগম খালেদা জিয়ার জন্য উভয় তার রোগমুক্তি সুস্থতা কামনা করা হয়। এসময় দোয়া-মোনাজাতে অতিথি হিসাবে অংশ গ্রহন করে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন,সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিন। এখানে আরো উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপি সদস্য আল আমিন, আরিফুর রহমান বাবু, মাহফুজুর রহমান বাবু,সাজ্জাদ হোসেন, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।