বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় বিদ্যালয়ের মাঠ

গোলাম আযম সরকার (পীরগাছা) রংপুর
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪

পানি বের হওয়ার কোন রাস্তা না থাকার কারণেই রংপুরের পীরগাছা উপজেলার ৬নং তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর সরবারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায়। এ ব্যাপারে বিদ্যালয় থেকে সদ্য বদলী হওয়া প্রধান শিক্ষক নাছিমা আহমদ বলেন, ২০২০ সালে আমি এই বিদ্যালয়ে যোগদান করি। সেই সময় থেকে প্রায় সময়েই দেখি সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে পানি। আমি জলাবদ্ধতা দুর করার জন্য বিভিন্ন স্থানে আবেদন করেছিলাম। বিদ্যালয়ের মাঠ ভরাট করলেই সম্যাসার সমাধান হবে না। বরং মাটি ভরাট করলেই বিদ্যালয়ের রুমে পানি উঠে যাবে। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি আমাকে বলেছেন আমি চেষ্ঠা করছি। মুল কারণ হলো পানি বের হওয়ার কোন রাস্তা নাই। এ ব্যাপারে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজরুল রশিদ মুকুল বলেন, জলাবদ্ধতা নিয়ে আমরা নিজেরাই চিন্ততা করছি। পানি গুলো কোথায় বের করে দিব সেটা নিয়েও চিন্তা করছি। এছাড়াও বুড়াল নদী পর্যন্ত ক্যানেল কোন ভাবেই নিয়ে যাওয়া যায় কি না। ক্যানেল নিয়ে যাওয়ার জন্য জমি প্রয়োজন সেই জমি টুকু আমরা পাব কিনা সেটাও চিন্তার বিষয়। তবে প্রাথমিক ভাবে কিছু করা যায় কি না, সেটাই চিন্তা করছি। পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, আগামি দুই তিন মাসের মধ্যে কোন বরাদ্দ আসলেই সেখান থেকে দিয়ে দিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com