সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

‘আল্লাহকে ধন্যবাদ অবশেষে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি’

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪

অবিশ্বাস্য এক অর্জনই আফগানিস্তানের ক্রিকেটের জন্য। গত কয়েক বছরে সিরিজ বাতিল, দেশটির ক্রিকেট নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া। গত বিশ্বকাপে কাছে গিয়েও জেতা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসের জন্য। অবশেষে অজিদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার হারের স্বাদ দিয়েছে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে তারা হারিয়েছে অস্ট্রেলিয়াকে, এতে টিকে আছে সেমিফাইনাল খেলার সম্ভাবনা। এই ম্যাচের সেরা গুলবাদিন নাইব জানিয়েছেন নিজের অনুভূতি।
তিনি বলেন, ‘এমন কিছুর জন্য আমরা অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করছি। এটা শুধু আমার নয়, পুরো দেশ ও দেশের মানুষের জন্য দারুণ মুহূর্ত। আমাদের ক্রিকেটের জন্য বড় অর্জন। আমার বলার মতো ভাষা নেই। সমর্থকদের ধন্যবাদ আমাদের ক্রিকেটে ও এর যাত্রাকে সমর্থন যোগানোয়।’
‘আল্লাহকে ধন্যবাদ শেষ পর্যন্ত আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি। এটা আফগানিস্তানের ক্রিকেটের জন্য দারুণ এক অর্জন। যদি আপনি আমাদের ক্রিকেট ইতিহাসের দিকে তাকান, খুব বেশিদিনের না। শেষ ১০ বছরে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। এই জয় বড় একটা অর্জন।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল গুলবাদিন নাইবের। প্রথমে ব্যাট করে ১৪৮ রানে থামে আফগানিস্তান। এরপর অস্ট্রেলিয়াকে অলআউট করে ১২৭ রানে। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন নাইব। তিনি বলেন, ‘আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি প্রথম রাউন্ডে, নিউজিল্যান্ডকে হারিয়েছি। এরপর অস্ট্রেলিয়া সহজ ছিল না। তারা বিশ্বচ্যাম্পিয়ন দল আর এই অর্জনটা অনেক বড় আমাদের ক্রিকেটের জন্য। আমরা এটাকে পরের ধাপে নিয়ে যেতে পারবো।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com