ময়মনসিংহের ফুলপুর উপজেলাধীন বওলা ইউনিয়নের কোকাইলগামী প্রকল্পের রাস্তার কাজ নিয়ে গরিমসি করায় বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ডালিম ও স্থানীয় ঠিকাদার খোকন খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এছাড়াও এলাকাবাসির অভিযোগ রয়েছে, বর্তমানে বওলা থেকে কোকাইল গামী ১ কিলোমিটার রাস্তা মাননীয় জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি জনগনের যাতায়াতের জন্য প্রকল্পের কাজ দেন। আনুমানিক ২ মাস চলে গেলেও ভেকু দিয়ে রাস্তা খনন করে রেখে এখন আর কাজের অগ্রগতি নেই। যা নিয়ে চরম ভোগান্তিতে স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষে আওয়ামীলীগ নেতা মো: শাহিন মন্ডল বলেন আমরা জনগণের ভোগান্তির কথা বলতে গেলে বর্তমান চেয়ারম্যান কর্নপাত করে না। ঠিকাদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা ঈদের আগে কাজ ধরেছিলাম পর্যাপ্ত পরিমাণে ইট, বালু, সুরকি না পাওয়া ও বৃষ্টির জন্য কাজ করতে দেরি হচ্ছে। দ্রুত গতিতে আমরা কাজ ধরেছিলাম। আবহাওয়ার প্রতিকূলতা এবং ঈদুল আযহার ও কোরবানির নানাবিধ ঝামেলায় রাস্তার কাজটি সম্পূর্ণ করতে পারিনি। ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহবুব রহমান ডালিম বলেন, আমরা দ্রুত গতিতে বওলা থেকে কোকাইল রাস্তাটি দ্রুত চলাচলের জন্য উপযোগী করা হবে।