রবিবার, ৩০ জুন ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝিনাইগাতী সদর ইউপি বিজয়ী

মঞ্জুরুল হক (ঝিনাইগাতী) শেরপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়, উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের বালক (অনূর্ধ্ব ১৭) ২০২৪ ইং ফাইনাল খেলায় ঝিনাইগাতি সদর ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়েছে। ২৬ শে জুন বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নল কুড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল ইসলাম রোকন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ঝিনাইগাতী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেন, নল কুড়া ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ঝিনাইগাতে সদর ওয়ার্ডের মেম্বার জাহিদুল হক মনির সহ অনন্য মেম্বার ও নারী মেম্বারগণ, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিলন, রেফারিগন পুলিশ সদস্যগন,ধারাভাষ্যকার মোঃআশরাফুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধি মোঃ মঞ্জুরুল হক, বিভিন্ন ক্রীড়া সংগঠকগণ ও হাজার হাজার ফুটবলপ্রেমী শ্রোতা এবং দর্শকবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com