নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন দুই কোটি বিশ লাখ ষাট হাজার আটশত টাকা মূল্যের ভারতীয় চিনি জব্দ করেছে টাস্কফোর্স। জানা গেছে, বুধবার সকাল থেকে দিনব্যাপী টাস্কফোর্স চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার সময় পর্যন্ত এসব চিনি জব্দ করে। অভিযানে কলমাকান্দার লেংগুরা,খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বৌ বাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া নামক এলাকা থেকে জব্দকৃত এসব চিনির মূল্য আনুমানিক দুই কোটি বিশ লাখ ষাট হাজার আটশত টাকা মূল্যের চোরাচালানের মাধ্যমে আনা এসব জব্দ করা মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে। কলমাকান্দার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মো: আউয়াল হোসেনের নেতৃত্বে বিজিবির বিপুল সংখ্যক সদস্য এবং পুলিশ বাহিনীর চার সদস্য অভিযানে অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম বলেন, কলমাকান্দার সীমান্ত এলাকার নিকটবর্তী বাড়ি ও দোকানে বিদেশী পণ্যের অবৈধ মজুদ ও বিক্রয় বন্ধের লক্ষ্যে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য দুই কোটি বিশ লাখ ষাট হাজার আটশত টাকা । এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম।