বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

গলাচিপায় সংবর্ধনা শিক্ত হলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান-ওয়ানা মার্জিয়া নিতু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪

পটুয়াখালী জেলার গলাচিপায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু এবং পুরুষ ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন ও নারী ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার কে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ১ জুলাই/২০২৪ তারিখ উপজেলা নির্বাহী অফিস কমপ্লেক্সে সকাল ১০ টায় জনপ্রতিনিধি, প্রশাসন, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপজেলা পরিষদের প্রথম মাসিক সভার পূর্বে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতুকে প্রধান অতিথি হিসেবে ফুলের সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার মো. নাছিম রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যপক সন্তোষ কুমার দে, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন খলিফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী। অনুষ্ঠানটি উপস্থাপন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, বীর মুক্তিযোদ্ধা মো. নিজামউদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের নব নির্বাচিত প্রতিনিধিরা দেশ ও মানুষের কল্যানে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সুধি মহিলা সহ বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী প্রচারকারী সহ নারী-পুরুষ প্রতিনিধিরা অংশ নেয়। পরে ইউপি চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় নির্বাচিত ব্যক্তিরা পরিষদ সভায় যোগ দেয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com