আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহন করতে হবে কালীগঞ্জে আমরা খন্ডিত আওয়ামীলীগ চাইনা। আমরা ঐক্যবদ্ধ আওয়ামীলীগ চাই। ফেইজবুক থেকে আওয়ামীলীগকে বের করতে চাই। কারো পকেট থেকে আওয়ামীলীগ কমিটি হবে না। প্রকশ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। গত নির্বাচনে আপনারা প্রতীকের মাধ্যমে আ’লীগকে দ্বিখন্ডিত করেছেন। আওয়ামীলীগকে তো আপনার আগেই বহু খন্ডিত করেছেন। যার যতো টুকু অবদান তিনি ততো টুকো পাবেন সম্মান। সেই ভিত্তিতে আমরা আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ করতে চাই। পরবর্তী প্রজন্ম এসে কি চুমকি গ্রুপ করবে? আখতার গ্রুপ করবে? আমরা সেটা চাই না? আমারা একটি ঐক্যবদ্ধ কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ করতে চাই। এটাই হোক আমাদের ৭৫তম আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল লক্ষ্য। গত ৭ জনুয়ারী জনগন রায় দিয়েছেন কিভাবে কালীগঞ্জ আওয়ামীলীগ হবে। জনগনের কথা যদি শুনেন, সেই রায় আপনাকে মেনে নিতে হবে। এই রায়ের কোনভাবে আপনি বিরুদ্ধে যেতে পারবেন না। বিরুদ্ধে গেলে তো আপনার পজিশনই থাকেনা। আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অংগ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধ আখতারউজ্জামান এমপি এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় উপজেলার বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধ আখতারউজ্জামন এমপি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফি মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, সাবেক সাধারন সম্পাদক আব্দুল গণি ভুইয়া, ইউপি চেয়ারম্যান- আবু বক্কর বাক্কু প্রমুখ।