কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেড় শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভার নামা ভেলাকোপায় এসব ত্রাণ সামগ্রি বিতরণে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর এ,কে,এম জাকির হোসেন, কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ কবির প্রমুখ। এসময় বন্যার্তদের মাঝে চাল, ডাল, পিঁয়াজ, আলু, সয়াবিন, চিড়া, গুড়, স্যালাইন ও বোতলজাত পানি বিতরণ করা হয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর এ,কে,এম জাকির হোসেন জানান, আমরা বন্যার্তদের পাশেই আছি। যে কোন দুর্যোগে কৃষি বিশ্ববিদ্যালয় জেলার সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবে।