বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

সখিপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ম্যানেজিং কমিটি অনুমোদনের অভিযোগ

ফরহাদ আলী মিয়া (সখিপুর) টাঙ্গাইল
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪

টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া বাসেত খান উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। জানা গেছে ,প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়। এতে সভাপতি পদে তিনজন প্রার্থীর প্রত্যেকেই তিনটি করে ভোট পান। নীতিমালা অনুযায়ী প্রত্যেক প্রার্থী সমান সমান ভোট পেলে লটারীর মাধ্যমে সভাপতি নির্বাচিত করার কথা থাকলেও তা করা হয়নি, হাবিবুর রহমান খানকে একতরফাভাবে নির্বাচিত করা হয়। পরবর্তীতে একজন সভাপতি প্রার্থী সিদ্দিক হোসেন বাদি হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দাখিল করলে তদন্ত কমিটি গঠন করা হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক মোঃ আরিফুল হক বিদ্যালয়ে তদন্ত এসে দেখতে পান ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী ছিলেন তিনজন। সভাপতি প্রার্থী সিদ্দিক পান ৩ ভোট, হুমায়ুন পান ৩ ভোট, হাবিব পান ৩ ভোট, প্রত্যেকেই সমান ভোট পান। তারপরেও অজ্ঞাত কারণে ওই বিদ্যালয়ে হাবিবুর রহমান খানকে সভাপতি করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ৫ জুলাই ম্যানেজিং কমিটি অনুমোদন করেছেন। এ বিষয়ে মুঠোফোনে মোঃ আরিফুল হক বলেন, বিদ্যালয়ে তদন্তে এসে দেখতে পাই তিনজন প্রার্থীই সমান সমান ভোট পেয়েছেন। হাইকোর্টের নিষেধাজ্ঞা বিষয়ে ব্যারিস্টার মোঃ গোলাম নবী বলেন, এটি আদালতের সুস্পষ্ট অবমাননা, অচিরেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বাদি সিদ্দিক হোসেন বলেন, মোটা অংকের টাকার বিনিময়ে বিধি বহির্ভূতভাবে কমিটির অনুমোদন দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com