চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামে অবৈধভাবে গড়ে উঠা বালু মহাল বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় জন প্রতিনিধি ও এলাকাবাসী। এবিষয়ে গত ৭ জুলাই স্থানীয় এমপি সহ উপজেলা প্রশাসন বরাবরে স্থানীয়রা লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ড হিলচিয়া গ্রামের চামুদরিয়া বাজার সংলগ্ন খাল ব্যবহার করে ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত অলি আহম্মদের পুত্র মো. এরশাদ প্রকাশ বালু এরশাদ পিক-আপে করে বালু উপজেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। হিলচিয়া গ্রামের একমাত্র চলাচলের পথ চামুদরিয়া বাজার হতে হিলচিয়া হিন্দু পাড়া সড়কের উপর ও সড়ক সংলগ্ন কৃষি জমিতে স্ক্যাভেটর রেখে ড্রেজারের বালু আনলোড ও ট্রাক ভর্তি করা হচ্ছে। বড় বড় ড্রেজার চলাচলের কারণে কৃষি জমি ভেঙে খালে বিলীন হয়ে যাচ্ছে। ৩০-৪০টি ট্রাক প্রতিদিন যাওয়া আসার ফলে সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী সহ ৫ হাজারেরও বেশি লোকের চলাচলের অন্যতম এ সড়ক নিয়ে বেগ পেতে হচ্ছে প্রতিনিয়ত সকলকে। স্থানীয় চেয়ারম্যান এহসানুল হক জানান, সাবেক এমপির ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে মো. এরশাদ অবৈধভাবে মাটি কাটা ও বালু মহাল নিয়ন্ত্রন করে আসছিল। চলাচল সহ স্থানীয়দের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হচ্ছে । তাকে বিভিন্ন সময় সতর্ক করলে কিছুদিন বন্ধ রাখার পর পুনরায় শুরু করে। এবিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্লাবণ কুমার বিশ্বাস বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। জনসাধারণ ও কৃষি জমির ক্ষতি হয় এমন কোন কর্মকান্ডে কেউ লিপ্ত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।