চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকোঁতে রমরমা চলছে মাদকের ব্যবসা। এদিকে ২২ কেজি গাজাসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আটককৃত সানু(৬০) ও আকতার হোসেন প্রকাশ কালু(৩৬) নামে দুই জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো মোহাম্মদপুর বাংলা পাড়াস্থ মাদক ব্যবসায়ী মোঃ আকতার হোসেন প্রকাশ কালুর(৩৬) টিনের বেড়াযুক্ত দুই কক্ষ বিশিষ্ট বসতঘর তল্লাশী করে গাজাসহ ঐ নারীকে আটক করা হয়। আটককৃত নারী সানু(৬০) মোহাম্মদপুর, ২নং ওয়ার্ডের মোঃ সাহাবুদ্দিনের স্ত্রী, অন্যদিকে পলাতক আসামী মোঃ আকতার হোসেন প্রকাশ কালু(৩৬) একই এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে। জানা যায়, মোঃ আকতার হোসেন প্রকাশ কালু মাদক ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন। সেই সীমান্ত এলাকা থেকে মাদক (গাজা, ফেন্সিডিল, ইয়াবা) কিনে তার বসত ঘর থেকে ফটিকছড়িসহ ফেনি, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন জায়গা বিক্রি করে আসছে। আইন-শৃঙ্খলাবাহিনীর হাত থেকে বাচতে সেই বাউন্ডারী ওয়াল দিয়ে বিশাল আকৃতির গেইট নির্মান করে সিসি ক্যামেরার মাধ্যমে বাইরের সব কিছু পর্যবেক্ষণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, আকতার হোসেন প্রকাশ কালু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার ৩/৪টি পৃথক পৃথক ঘর রয়েছে। এসব ঘর থেকে কালু কৌশলে মাদক সাপ্লাই করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে বলে জানান তিনি। অভিযানের সময় কালু সু-কৌশলে পালিয়ে যায়? ভূজপুর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ আসামীর নামে থানায় মামলা হয়েছে। ভূজপুর থানার মামলা নং-০৩, তারিখ-০৯/০৭/২০২৪ খ্রিঃ। ধারা-৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;। আটককৃত এক নারীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্য আসামী পলাতক রয়েছে।