কবি আল মুজাহিদী বলেছেন,মহৎ আদর্শের আলোয় আলোকিত সাহিত্যেই সৃজনশীলতার প্রকাশ সম্ভব। তিনি সম্প্রতি বাংলাদেশ কালচারাল একাডেমির সৃজনধারা আয়োজিত ৫০তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেছেন।
সৃজনধারা সভাপতি কবি শহীদ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবিতা বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি আল মুজাহিদী। বিশেষ অতিথি ছিলেন বিসিএ সভাপতি আবেদুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন বিসিএ সেক্রেটারি ইবরাহীম বাহারী। নাইম আল ইসলাম মাহিনের উপস্থাপনায় নবীন প্রবীণ লেখকদের পঠিত স্বরচিত লেখা লেখা পর্যালোচনা করেন ড. মাহবুব আল হাসান কবি ও গবেষক,জনাব নাসীমুল বারী কথাসাহিত্যিক। অর্থ সহ তেলাওয়াত – কারী নুরুদ্দীন। লেখা পাঠ করেন: আমিনুল ইসলাম,সুলতান মাহমুদ,শেখ বিপ্লব হোসেন ,বাঁধন শফিক ,শাহজাহান সানু,আর. কে. শাব্বীর আহমদ ,ইব্রাহীম মন্ডল,লিয়াকত আলী, হারুন ইবনে শাহাদত,জাফর আমমেদ,আবুল খায়ের নাঈমুদ্দীন,শামিম আহসান.রফিকুল আলম,মুজাহিদুল ইসলাম,তাজ ইসলাম,লোকমান হোসেন জীবন,সাগর হাওলাদার,নাজির হোসাইন খান,ফরিদ সাইদ,হাবিব বিন আনোয়ার ,মোল্লা আলী আছগার,কোহিনুর বেগম,নূরুন্নাহার নীরু,হাসান জামান ,আব্দুল্লাহ আল মাহমুদ ,মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূরসাইফুল ইসলাম ,শাহ্জাদা সেলিম,নূরুল ইমরান,মাহমুদ করিম সুমন,শাহজাহান মোহাম্মদ,কফিল উদ্দীন দুলাল,এ. কে. সরকার ,জাহিদ হোসেন,হিমেল আহমেদ। বিখ্যাত কবিদের কবিতা আবৃত্তি করেন, জনাব শামীম আহসান ও মুস্তাগীছুর রহমান। সংগীত পরিবেশন করেন: মিরাদুল মুনিম, নুরুদ্দীন ও ড্রিমহোমস শিল্পীবৃন্দ।