মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সাধারণ সভা ও কমিটি নবায়ন ২০২৪ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরন, সেলাই প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষনার্থীদের সনদ বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচি-২৪, ১২ জুলাই শুক্রবার সকাল ১০টায় ফটিকছড়ির হাইদচকিয়ায় সূর্যগিরি আশ্রমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন মুহুরী, টিটু চৌধুরীর সভাপতিত্বে এবং আশ্রম অধ্যক্ষ লায়ন ডাঃ বরুন কুমার আচার্য্য মহোদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দীন, মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি ক জোনের সমন্বয়ক মাস্টার কবির আহম্মদ, সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন, মাস্টার খোরশেদ আলম, সদস্য মোহাম্মদ আইয়ুব,উন্মুল আশেকীন মা মনোয়ারা বেগম(র:) এতিমকানা ও হেফজখানার হেড মওলানা হাফেজ আবুল কালাম, চট্টগ্রাম মেট্রোর যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পাপড়ী সেন গুপ্তা, প্রভাত যুব নারী সংগঠনের প্রশিক্ষক নূরী আসমা, জেসমিন মাহমুদ, ফটিকছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, লায়ন্স ক্লাব চিটাগং এর সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার, সাবেক সহ সবাপতি লায়ন মোহাম্মদ গাজী আবু জাফর, লায়ন জানে আলম, লায়ন সেলিম সিকদার, লায়ন কামরুন নাহার, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম টিপু, উপজেলা আওয়ামীলীগ সদস্য এম এ মুছা। স্বাগত বক্তব্য রাখেন মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উপদেষ্টা বাবু গৌরাঙ্গ দত্ত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রমের সভাপতি বাবু বিপ্লব চৌধুরী কাঞ্চন। প্রধান অতিথি বলেন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য মানব ও সামাজিক উন্ময়নে যে মহাপরিকল্পনা গ্রহন করেছেন তার সাথে সামঞ্জস্য রেখে সূর্যগিরি আশ্রম মানবসেবা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভা-ারী (ম:) মানবসেবা কার্যক্রমের যে মিশন শুরু করেছেন মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখা সেইভাবে বিভিন্ন উন্নয়ন কর্মকা- গ্রহণ করে তাঁহার মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু তরুন কুমার আচার্য্য, সুজন শীল, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, সমীর কান্তি দাশ, শংকর দাশ, শিমুল পাল, অভি বসু মল্লিক, ডাঃ উজ্জল কুমার শীল, মানিক বড়ুয়া, ঝুমার সর্দার ১, ঝুমুর সর্দার ২, শিবু ভট্টাচার্য, শিমুল ভট্টাচার্য, প্রবোধ পাল, নিপু পাল, মৃদুল দে, ঝুন্টু শীল, সজীব শীল, নিলু দাশ, তপন দাশ, সোনারাম আচার্য্য, কুমার রতন আচার্য্য, মহিলা সম্পাদিকা, অর্চ্চনা রাণী আচার্য্য, শিপ্রা বসু মল্লিক, সোমা চৌধুরী, মৌসুমি চৌধুরী, জয়া গুহ, লুনা বিশ্বাস, রূপনা আচার্য্য, মুন্নী দাশ, সীমা দাশ, অগ্নিলা শর্মা দিয়া, অদিতি দাশ, রূপনা রাণী আচার্য্য, আনু বড়ুয়া, সুমা সর্দার নমিতা দাশসহ আরো অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী, গুণী ব্যাক্তি উপস্থিত ছিলেন। সবশেষে জনাব নাছির উদ্দীন কাওয়ালের মাইজভা-ারী মরমী সঙ্গীতের জলসার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।