জামালপুরের মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানকে জামালপুর পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) বিকেলে তিনি মাদারগঞ্জ থানা থেকে রিলিজ নিবেন। এর আগে শুক্রবার (১২ জুলাই) তাকে বদলির আদেশ দেয়া হয়। জানা গেছে, কমপক্ষে ১৮ মাসের আগে কাউকে বদলির সুযোগ না থাকলেও তাকে মাত্র ৮ মাসে বদলি করা হয়। বদলির বিষয়ে জানতে চাইলে মাহমুদুল হাসান বলেন, মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে একটা পক্ষের চাপ ছিল। আমি সে অনৈতিক চাপে মাথানত না করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু নির্বাচনের নির্দেশনা মেনে কাজ করেছি। আমি কারো পক্ষে বা বিপক্ষে কাজ করিনি। নির্বাচনের পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু আদালতের মাধ্যমে কারাগারে গেলে মাদারগঞ্জে আন্দোলন হয়। শান্তিপূর্ণ আন্দোলনে আমি এবং আমার পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করি। এগুলো একটি পক্ষের পছন্দ হয়নি। তাই আমাকে বদলি করা হয়েছে। এসময় তিনি নাম না বলে পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের পুলিশ সুপারের উপর চাপ তৈরির কথা বলেন। তাঁকে বিনা কারণে বদলির জন্য তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনেও চেয়ার রক্ষা করতে পারিনি, এটাই আমার দুঃখ। ওসি মাহমুদুল হাসান কে বদলির বিষয়ে জানতে চাইলে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন বিশেষ কোন কারণ নেই, তার বিরুদ্ধে অভিযোগ নেই, স্বাভাবিক প্রসেসেই তাকে বদলি করা হয়েছে। পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তার জায়গায় আরেকজনকে দেয়া হয়েছে এবং তাকে অন্য জায়গায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।