সবুজ বনায়ন সৃষ্টিতে মোংলা বন্দরে ৬হাজার গাছ রোপন করছে কর্তৃপক্ষ। ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৫জুলাই) বেলা ১১টায় এই কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এ সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ, কে, এম আনিসুর রহমান ও পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান, উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামানসহ অন্যান্যরা। বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ শাহীন বলেন, নতুন-পুরাতন বন্দর এলাকা, বন্দরের খুলনা এরিয়াসহ বন্দর সদর দপ্তর ও পশুর চ্যানেলের পাশের ২৯টি শিল্প এলাকায় ৬হাজার গাছ লাগানো হচ্ছে। এই গাছ তাপমাত্রার তীব্রতাকে রোধ করবে। জলবায়ু পরিবর্তনে আবওয়ার যে বিরুপ প্রতিক্রিয়ায় ঝড়-বৃষ্টি তা রোধ করতে সাহায্য করবে। দেশের সবাই একটি করে গাছ লাগালে আমরা সবুজ বাংলাকে আরো সমৃদ্ধি করতে পারবো। তিনি আরো বলেন, এই মোংলা বন্দরের উন্নয়নের মাধ্যমে দক্ষিণাঞ্চল তথা দেশের উন্নয়ন আরো সমৃদ্ধ হবে। সকলের সহযোগিতায় আমরা মোংলা বন্দরকে এগিয়ে নিয়ে যেতে চাই।