শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পুরস্কার পেলেন ডোমারের কাবিং বালিকা মুসাফ্ফা কবীর

আশরাফুল হক কাজল স্থলবন্দর প্রতিনিধি চিলাহাটি
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ কাবিং বালিকা হিসাবে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে মাননীয় প্রধান মন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহন করেন ডোমারের মেয়ে মুসাফ্ফা কবীর(১২)। মুসাফ্ফা কবীর নীলফামারী জেলার ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী এলাকার ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক একেএম মোস্তফা কবীর ও শালকী সপ্রাবি’র প্রধান শিক্ষিকা ইলোরা জাহান দম্পতির এক মাত্র কন্যা। বর্তমানে মুসাফ্ফা কবীর ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যায়নরত রয়েছে। গত ২৭ জুন ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার হাতে পদক ও সনদ পত্র প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদসহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। মুসাফ্ফা কবীরের মা শিক্ষিকা ইলোরা জাহান জানান, স্কুল জীবন থেকে তার স্কাউটের প্রতি নেশা ছিলো। পড়ালেখার পাশাপাশী ক্রীড়া প্রতিযোগিতা,চিত্রাঙ্গন,কবিতা আবৃতিসহ দেশাত্ববোধক গানে উপজেলা এবং জেলা পর্যায়ে ব্যপক সুনাম রয়েছে তার। যার কারনে প্রায় শতাধীক পুরস্কার ও সনদপত্র প্রাপ্ত হয়েছে। এর পিছনে উৎসাহ ও সহযোগিতা করেছেন বাবা মা, সহপাঠি এবং বাংলাদেশ স্কাউটস ডোমার উপজেলার কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী। কাবিং বালিকা মুসাফ্ফা কবীরের বাবা সহকারী অধ্যাপক একেএম মোস্তফা কবীর বলেন, তার মেয়ে এমন সফলতায় তিনি গর্বিত। আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি। মুসাফ্ফা কবীর তার এই সফলতায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ভাল ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন। ডাক্তার হয়ে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে থেকে সেবা করে নিজেকে বিলিয়ে দিতে চায় এই কাবিং বালিকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com