বান্দরবান আর্যগুহা ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বৌদ্ধ ধর্মীয় গুরু ড.এফ.দীপংকর মহাথের রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটনের দাবীতে ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে লামা উপজেলার বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বী ও দক্ষিন চট্রগ্রামের বিভিন্ন ক্যায়াং পরিচালনা পর্ষদের শতাধিক সেবক অংশ নেন। সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদের সম্মুখে প্রধান সড়কে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বৌদ্ধ সংগঠন, বৌদ্ধ বিহার ও বৈদ্ধ ধর্মালম্বীদের সংগঠন জড়ো হয়ে, ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন ও সমাবেশ করে। গত শনিবার (১৩ জুলাই)বিকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা এক নম্বর ওয়ার্ড আর্য গুহাধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহার থেকে ড. এফ দীপংকর মহাথের(ধুতাঙ্গ ভান্তে) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লামা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে উদ্ধোধনী বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজালিয়া ইউ পি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, উজ্জ্বল বড়ুয়া, মানিক বড়ুয়া, প্রেমানন্দ বড়ুয়া, আপন বড়ুয়া, রতন বড়ুয়া, আনন্দ বড়ুয়া, এসময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বৌদ্ধ ধর্মীয় গুরুকে হত্যা করা হয়েছে, অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।