সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশী হামলায় বিশিষ্টজনদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শাহ্জাহান সাজু:
  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪

মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই
চলমান কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও পুলিশী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। গতকাল মঙ্গলবার ও গত সোমবার রাতে তারা বক্তৃতা বিবৃতির মাধ্যমে এই নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন, ছাত্রদের ওপর নির্যাতন করে, হল থেকে বের করে, এই আন্দোলন দমন করতে পারবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার ৫৩ বছরেও আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে। ২০১৮ সালে কোটা ব্যবস্থা তো সরকারই বাতিল করেছিল। এখন আবারো আদালতকে ব্যবহার করে একটা ইস্যু বানিয়েছেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্য।’ তিনি আরো বলেছেন, ‘একটা কথা বলতে চাই, আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। এই সরকারকে আর সময় দেয়া যাবে না। এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে।’ গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান যাদু মিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘সরকার এখন আমলা ও রাষ্ট্রীয় বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তারা আমলানির্ভর ফ্যাসিবাদ কায়েম করেছে। গতকাল তাদের সম্পূর্ণ ফ্যাসিবাদী চরিত্র দেখেছি।’
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএফ পৈশাচিক কি মৌলিক অধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই, দেশে কি ইমারজেন্সি চলছে?’ গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা দেখিয়ে বলেন, ‘পত্রিকায় লেখা হয়েছে যে নিরীহ ছাত্রছাত্রিদের ওপর হামলা করা হয়েছে। সেখানে পুলিশ ছিল, কিন্তু তাদের কোনো ভূমিকা ছিল না। পুলিশ বাধা না দিয়ে সন্ত্রাসীদের সহায়তা করেছে।’
তিনি বলেন, ‘আহত অনেক ছাত্রছাত্রী ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েছে। সেখানে ছাত্রলীগ হামলা করেছে। আমরা কি সভ্য দেশে আছি? এত কিছুর পর সরকার কেন প্রতিক্রিয়া দেয়নি। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি।’
ব্যারিস্টার খোকন কোটাবিরোধী আন্দোলনকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘সুপ্রিমকোর্টসহ সারাদেশের আদালতে কোটাবিরোধী আন্দোলনকারীদের আইনি সহায়তা দেয়া হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সরাসরি কোটার পক্ষে অবস্থান নিয়ে আদালত অবমাননা করেছেন। কারণ বিষয়টি এখন আদালতে বিচারাধীন। প্রধানমন্ত্রী বলেছেন যে ২০১৮ সালে রাগের বশবর্তী হয়ে কোটাপদ্ধতি বাতিল করেছিলেন। অথচ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় তিনি অঙ্গীকার করেছেন, রাগ-অনুরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। এ কথা বলে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ ফজলে ইলাহী অভি, শফিকুল ইসলাম শফিক, ফাতিমা আক্তার।
কোটা সংস্কার আন্দোলন: জাবি শিক্ষক
[প্রথম পৃষ্ঠার পর]
চিকিৎসা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এমরান জাহান গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাবিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার বিচার দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান করছিল শিক্ষার্থীরা। মধ্যরাতে জাবি শাখা ছাত্রলীগ ও বহিরাগতরা সেই শিক্ষার্থীদের ওপর হামলা করে। তখন তারা উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেয়। পরে সেখানে ঢুকে তাদের মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে বিভিন্ন হল থেকে কয়েক শ শিক্ষার্থী বেরিয়ে এসে ভিসির বাসভবন ভাঙচুর করে। সেসময় পুলিশ-ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ও ছররা গুলি ছোড়ে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় জাবির ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহী গুলিবিদ্ধ হন। এর আগে কোটা সংস্কারের দাবিতে সোমবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ছাত্রলীগ তাদের ওপর হামলা করে। এতে অর্ধশতাধিক ছাত্রছাত্রী আহত হন। রাত সাড়ে আটটার দিকে এ ঘটনার বিচার চেয়ে ও অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বিতাড়িত করতে ভিসির বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com