সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

বরিশালের কাঠের নৌকা জার্মানিতে যাচ্ছে নদী বা খালে চলবে না-বসার জন্য তৈরি হচ্ছে সৌখিন নৌকা

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪

নৌকার জন্য বিখ্যাত বরিশাল বিভাগের পিরোজপুরের নেছারাবাদের আটঘর। সেই আটঘরে তৈরি কাঠের নৌকা এবার সর্বপ্রথম যাবে জার্মানিতে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নৌকাগুলো হস্তান্তর করা হবে। প্রথম চালানে ১০টি নৌকা যাবে জার্মানিতে। নেছারাবাদ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাকিব হোসেন বলেন, আটঘর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা নৌকা তৈরির মিস্ত্রি আজিজুল হক নৌকা তৈরির অর্ডার পেয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি কাঠের নৌকা তৈরিও করেছেন। বাকিগুলোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। রাকিব হোসেন আরও বলেন, দুই মাস আগে জার্মানির নাগরিক এক পর্যটক এসেছিলেন আমাদের এলাকা ঘুওে দেখতে। তিনি আটঘরের কাঠের নৌকা দেখে পছন্দ করেন এবং আজিজুল হকের কাছ থেকে নৌকা তৈরি করে জার্মানিতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। নৌকার কারিগর আজিজুল হক বলেন, আমি ৩০ বছর ধরে ডিঙ্গি ও টালাই নৌকা তৈরি করে আসছি। কয়েকদিন আগে জার্মানির এক লোক এসে ১০টি নৌকার অর্ডার দিয়েছেন। এটাই আমার প্রথম বিদেশে অর্ডার। এর আগে আমাদের এলাকায় নৌকা তৈরির বিদেশ থেকে অর্ডার কেউ পায়নি। প্রতিটি নৌকা তৈরিতে দশ হাজার টাকা চুক্তি হয়েছে। জার্মান নাগরিক অগ্রিম টাকাও দিয়ে গেছেন। মেহগনি গাছ দিয়ে তার দেখানো ডিজাইন অনুসারে নৌকা তৈরি করা হচ্ছে। জার্মান নাগরিক যা বুঝিয়েছেন এই নৌকা নিয়ে সেখানকার মার্কেটে দেখাবেন। বাজারে চললে আরও নৌকা তৈরি করে নেবেন। তবে নৌকাগুলো জার্মানির কোনো নদী বা খালে চলবে না। এসব দিয়ে বসার জন্য সৌখিন আসন বানানো হবে। আজিজুল হক আরও বলেন, প্রথম দফায় ১০টি নৌকা যাবে জার্মানিতে। এরপর আরও ২০টি নৌকা বানাতে হবে ভিন্ন ডিজাইনে। নাম প্রকাশ না করার শর্তে জার্মান নাগরিকের পক্ষে নৌকা তৈরির কাজ তদারকি করা ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেল, এখন কাজ প্রাথমিক পর্যায়ে। এ জন্য আমরা বিস্তারিত জানাতে চাচ্ছিনা। তবে সবগুলো নৌকা পুরোপুরি তৈরির পর বিস্তারিত জানানো হবে। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, বিভিন্ন কারণে নেছারাবাদ উপজেলা সারাদেশেই সমাদৃত। বিশেষ করে আটঘরের নৌকার হাট খুব বিখ্যাত। সেখান থেকে জার্মানিতে নৌকা যাচ্ছে সংবাদটি অত্যন্ত আনন্দের। এতে করে বাংলাদেশের পন্যের বিশ্ববাজার যেমন তৈরি হবে, তেমনি অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার খুলবে। ইউএনও আরও বলেন, আমি ওই কারিগরের সাথে কথা বলব। তার যেকোনো সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। আমি ব্যক্তিগতভাবে চাই, আমাদের ঐতিহ্যবাহী নৌকা যেন বিশ্বমানের হতে পারে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর নৌকার হাট দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাট। এই অঞ্চলের পেয়ারা, লেবু ও আমড়ার বাগান তদারকির জন্য ছোট ছোট নৌকার খুব চাহিদা। এছাড়া জালের মতো খাল থাকায় যাতায়াতের প্রধান মাধ্যম এখনো নৌকা। প্রতি মৌসুমে এই হাটে প্রায় ৩০ কোটি টাকারও বেশি নৌকা বিক্রি হয়ে থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com