শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের বক্তব্যের নিন্দা জামায়াতের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার (২৭ জুলাই) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, দসেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ২৬ জুলাই আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব ভিত্তিহীন, মিথ্যা ও কাল্পনিক বক্তব্য প্রদান করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি ওবায়দুল কাদেরের ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের জবাবে জানাতে চাই যে, বর্তমানে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে তা একান্তই ছাত্রসমাজের আন্দোলন। ছাত্রসমাজের এ আন্দোলনের প্রতি গোটা জাতির সমর্থন রয়েছে। ছাত্রসমাজের শান্তিপূর্ণ আন্দোলন দমনের জন্য সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে নিরস্ত্র ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর গুলি, লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ করে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা, আহত ও গ্রেফতার করে সহিংসতা সৃষ্টি করেছে। সরকার সারাদেশে কারফিউ জারি করে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল। গত ১৪ জুলাই থেকে দেশে যেসব ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ও তাদের দলীয় সন্ত্রাসী ক্যাডার বাহিনীর।
এটিএম মা’ছুম বলেন, সরকার ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন পাশবিক শক্তির দ্বারা দমন করতে গিয়ে নাশকতা সৃষ্টি করে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট করেছে। তার বড় প্রমাণ হলো চট্টগ্রামের শ্রমিকলীগ নেতা সোহেল রানা ৪ লাখ টাকার চুক্তিতে ৪টি বাসে আগুন দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সরকার নিজেই সন্ত্রাসী তা-ব চালিয়ে দেশের সম্পদ ধ্বংস করেছে। সরকার হাস্যকরভাবে উদোর পি-ি বুধোর ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র শুরু করেছে। নিজেদের সৃষ্ট সহিংসতার দায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের ঘাড়ে চাপিয়ে নিজেদের কুৎসিত চেহারা আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্রদের গণহারে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে, অপহরণ ও গুম করছে। এমনকি আহত ছাত্র নেতাদের হাসপাতাল থেকে তুলে নিয়ে তাদের নির্যাতন করে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। সরকারের এসব ফ্যাসিবাদী সন্ত্রাসী তা-ব আড়াল করার হীন উদ্দেশ্যেই ওবায়দুল কাদের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিচ্ছেন। এভাবে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালিয়ে পার পাওয়া যাবে না। দেশের জনগণ সবই জানে। এ সরকারকেই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাজেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য আমি ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানাচ্ছি। ঢাকার তা-বে রাজশাহীর জামায়াত সদস্যরা অংশ নেয় বলে, ২৭ জুলাই দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় যে, রিপোর্টটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা। এ রিপোর্টে সত্যের লেশ মাত্রও নেই। আমি এ রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।-প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com