শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

‘তারুণ্যের জয় হোক’ প্রত্যাশা তারকাদের

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এরই ধারাবাহিকতায় চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের অনেক তারকাই ফেসবুকে পোস্ট করেছেন। পাঠকদের জন্য সেগুলোই তুলে ধরা হলো। কোটা সংস্কারের আন্দোলনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারীকে মারধর করা হয়। তার প্রতিবাদে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোচ্চার পরিচালক ও অভিনেতা সুমন আনোয়ার। তিনি গতকাল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা ধৈ া? আসলে যেখানে দায়িত্ব শব্দটা “ক্ষমতা” হিসেবে ব্যবহার হয়, সেখানে নাগরিক ধৈ া’ আজ সকালে তিনি আবার লিখেছেন, ‘দুর্দান্ত ঢাকা উত্তেজিত দেশ, ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ।’ অভিনেতা নিলয় আলমগীরও দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, ‘আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান ও ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ…।’
সাউন্ড রেকডিস্ট ও নির্মাতা শারমীন দোজা আন্দোলন নিয়ে তার মতামত প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথাগুলো, ‘এ-দেশের নাড়িতে-নাড়িতে অস্থিমজ্জায় যে পচন ধরেছে, তাকে এর একেবারে ধ্বংস না হলে নতুন জাত গড়ে উঠবে না।’
নাট্য নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদীপ সাংস্কৃতিক কর্মী হিসেবে কোটা সংসার আন্দোলন নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, ‘আপনি সংস্কৃতিকর্মী? আপনি প্রগতিশীল? আপনি নিরীহ–নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করেছেন!’ ‘ওরা ৭ জন’ সিনেমার পরিচালক খিজির হায়াত খান লিখেছেন, ‘লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে আমাদের দেখিয়ে দেওয়ার জন্য এ দেশটা এই মুহূর্তে শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগের। আপনাদের শিল্পকর্ম টাইম লাইন এ থাকল। একদিন এই দেশটা আবার স্বাধীন হবে জেনে রাইখেন।’ শিক্ষার্থীদের উপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী, বসুধারে রাখে নাই খ- ক্ষুদ্র।’ সময়ের আরেক আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কন্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই তাহলে আপনি একটা আবর্জনা। রাজাকার।’ অভিনেত্রী রুনা খান, হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয়ভাঙা ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তিন শব্দের এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘ছাত্রদের পাশে দাঁড়ান।’
বর্তমান সময়ের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘ধর্ম, গোত্র, দল এগুলোর আগে নিজেকে মানুষ ভাবো। যাদের নিরীহ পেয়ে আঘাত করছো, তারাও কারও না কারও বোন, ভাই। ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়। এই নূন্যতম চাওয়াটুকু যদি না দেওয়া হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তারুণ্যের জয় হোক।’-ডেইলি সান




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com