রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

এ্যাক্রেডিটেশন সনদ পেলো বিএসটিআই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (ব্যাব) থেকে এ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গত বুধবার শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার নিকট থেকে এ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করেন বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।
এ সময় ব্যাবের মহাপরিচালক মু. আনোয়ারুল আলমসহ শিল্প মন্ত্রণালয়, বিএসটিআই এবং ব্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে বিএসটিআই’র রসায়ন, খাদ্য, মাইক্রোবায়োলজি, সিমেন্ট এবং টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরিসমূহ ভারতের ন্যাশনাল এ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং ক্যালিব্রেশন ল্যাবরেটরিস (এনএবিএল) থেকে এ্যাক্রেডিটেশন অর্জন করে।
ব্যাব প্রতিষ্ঠার পর থেকে বিএসটিআই’র রসায়ন, খাদ্য, মাইক্রোবায়োলজি, সিমেন্ট এবং টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরিসমূহ লাভ করে। বর্তমানে ইলেকট্রিক্যাল পণ্যসহ ৩৭টি পণ্যের ৩০৬ টি প্যারামিটার ব্যাব কর্তৃক এ্যাক্রেডিটেড।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com