আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সাইন্সল্যাব, উত্তরা, আফতাবনগর ও বায়তুল মোকাররম এলাকায় হাজার হাজার শিক্ষার্থী ও জনতা বিক্ষোভ মিছিল করছে। গতকাল শুক্রবার সকালে উত্তরা ও আফতাব নগরে এবং জুমার নামাজ শেষে সাইন্সল্যাব ও বায়তুল মোকাররম এলাকায় এসব মিছিল শুরু হয়।
এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেয়। অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া মিছিলটি হাইকোর্ট হয়ে শাহবাগে যায়। প্রেস ক্লাবে জড়ো হওয়ার পর শহীদ মিনারের দিকে ‘শিক্ষার্থী- জনতা দ্রোহযাত্রা সম্বলিত ব্যানারযুক্ত মিছিল নিয়ে এগোতে থাকে আন্দোলনকারীরা।
এদিকে বেলা ১১টার দিকে বৃষ্টিতে ভিজে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, মহাখালিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গণমিছিল করে। মিছিলে থাকা বেশিরভাগ শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ছিল।
এ সময় শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করেন। এছাড়া তারা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা ধরনের স্লোগান দেন। মিছিলের সামনে ও পেছনে পুলিশ ছিল।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে। এতে বলা হয়, আজ সারা দেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। দেশের সব স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।
সায়েন্সল্যাবে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে গণমিছিল শুরু হয়েছে।
গতকাল শুক্রবার (২ জুলাই) জুমার নামাজের পর মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ দিকে যাচ্ছে। গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারা দেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।
এ সময় শিক্ষার্থীরা- ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘সৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘দিয়েছিতো রক্ত, আরো দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
প্রেস ক্লাবের সামনে মিছিল শেষ করলো ‘ছাত্র ঐক্য’: জুম্মার নামাজের পর বাইতুম মোকাররম থেকে মিছিল নিয়ে শাহাবাগ এলাকায় গিয়ে অবস্থা নেয় ‘ছাত্র ঐক্য’। এরপর সেখান থেকে ফিরে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শেষ করেন তারা। গতকাল শুক্রবার (২ আগস্ট) কোটা আন্দোলন ঘিরে হত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কওমি মাদরাসা ছাত্র ঐক্য ‘ছাত্র বিক্ষোভ’ কর্মসূচি পালন করা হয়। মিছিল নিয়ে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেতে চাইলে পুলিশ তাদের শাহাবাগ মোড়ে বাধা দেয়। এরপর শাহবাগে কিছুক্ষণ অবস্থান নেন তারা। এরপর প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে মিছিল শেষ করে।
এর আগে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ছাত্র ঐক্যের মিছিলটি শুরু হয়। প্রায় একঘণ্টা এ মিছিল বিভিন্ন এলাকা প্রদর্শন করে।