বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির সমর্থনে রাজধানীর পল্টন ও প্রেস ক্লাব এলাকায় দফার দফায় মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
গতকাল রোববার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব এলাকার বিভিন্ন সড়কে আন্দোলনকারীদের দফায় দফায় মিছিল করতে দেখা যায়।
এদিকে সকাল ৯টায় পুরানা পল্টন, শান্তিনগরসহ আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসতে শুরু করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ‘দাবি এক, দফা এক- শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগান দিতে থাকেন। এ সময় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপিপন্থী আইনজীবী ও বিভিন্ন পেশাজীবীদের সমাবেশ কর্মসূচি চলছে।
সকাল ১১টায় পুরানা পল্টন এলাকায় মিছিল করে গণসংহতি আন্দলোন। দলটির একটি মিছিল স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পরই পৃথক একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যান দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
এদিকে পল্টন মোড়ে জড়ো হয়ে সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন বিভিন্ন বাম ছাত্রসংগঠনের নেতারা। তারা পল্টন মোড়ের একাংশ অবরোধ করে রেখেছেন।
পল্টন, মতিঝিল ও প্রেস ক্লাবের আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি নেই বললেই চলে। আন্দোলনকারীরা এসব এলাকায় অবস্থান নিলেও এখন পর্যন্ত কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।