বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এর খুশিতে নেত্রকোনার দুর্গাপুরে বিজয় মিছিল করেছে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে নিহত দুর্গাপুরের এক শিক্ষার্থীর নামে গড়া বীর শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে মঙ্গলবার দুপুরে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৌরশহরের বিভিন্ন এলাকায় মিছিল করে বিজয় উল্লাস করেন। অপরদিকে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে বিজয় উল্লাসকে একাত্মতা ঘোষনা করে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায়, সিপিবি সভাপতি মীর আলজাছ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির যুগ্ন-সম্পাদক মোরশেদ আলম, সিনিয়র সদস্য সামছুল আলম খান প্রমুখ।