শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

দুর্গাপুরে শহীদ মিনার পরিষ্কার করেছে শিক্ষার্থীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

নেত্রকোনার দুর্গাপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি ধুয়ে মুছে পরিষ্কার করেছে বৈষম্যের বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) সকাল থেকে শহরের অন্যান্য গুরুত্বপুর্ন স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন করার পাশপাশি স্থানীয় শহীদ মিনার পরিষ্কার করণ কার্যক্রম চালায় তাঁরা। স্থানীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের এই অভিযানে অনেকেই স্বতস্ফুর্ত অংশগ্রহন করছেন। সেইসাথে পৌরশহরের গুরুত্বপুর্ন স্থাপনা ও শহরে ট্রাফিক নিয়ন্ত্রন কার্যক্র চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের। এ কর্মসূচীতে বায়জিদ হাসান ঝলক, তাজনিন জাহান পুণ্য, ফারদু জাহান দিশারী, ফারিয়া আক্তার জান্নাত, দ্বীনাত জাহান সেতু, রাজিয়া আক্তার অন্তরা, মো.জহিরুল ইসলাম শামীম, সামিউল আল সাবা, রেদোয়ান আহমেদ, জিদান আহমেদ সহ বৈষম্যের বিরোধী আন্দোলনের দুর্গাপুর শাখার বিভিন্ন শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, দুর্গাপুরের ছাত্র সমাজ বেশ কিছু কার্যক্রম সফল ভাবে পরিচালনা করেছে। এরই ধারাবাহিক কার্যক্রমের মধ্যে আজ কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করা হয়। সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে দুর্গাপুরসহ গোটা বাংলাদেশে আন্দোলনে নিহত হওয়া সকল শহীদের স্মরণ করা কর্মসূচি পালন করা হবে। সামনের সময়ে আরো নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের এমন প্রশংসনীয় কার্যক্রমে খুশি স্থানীয় সচেতন মহল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com