শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম ::

দেশের মানুষকে না খেতে দিয়ে ইলিশ রফতানি নয় : মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪

দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ মাছ রফতানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। দায়িত্ব নেয়ার পর রোববার (১১ আগস্ট) সচিবালয়ের নিজ দফতরে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ইলিশের দাম যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘এটা রফতানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।’ ‘দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনোভাবেই অ্যাপ্রুভ করি না,’ বলেন তিনি। এছাড়া সিন্ডিকেট বা চাঁদাবাজির কারণে যেন ডিম-দুধের নাম না বাড়ে, সেই লক্ষ্যেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তিনি। সূত্র : বিবিসি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com