সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
আত্মচরিতের আয়নায় নিজেকে দেখুন আইএফআইসি ব্যাংকের সকল কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেন আবু রেজা মোঃ ইয়াহিয়া’র এফএসআইবি’র এএমডি হিসেবে যোগদান গণমাধ্যম সংস্কার কমিশন হতে পারে আগামী সপ্তাহে: তথ্য উপদেষ্টা পাবনায় স্কুলের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা অবকাঠামো ভেঙ্গে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা নড়াইল জেলা আইন শৃংখলা কমিটির সভা কেশবপুরে দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ মোংলা উপজেলার সিপিপির পক্ষ থেকে নবাগত ইউএনওকে সংবর্ধনা প্রদান কমলগঞ্জের মুন্সিবাজারে ১৫০টি পরিবারে ঢেউটিন বিতরণ শ্রীমঙ্গলে শিশু অধিকার পরিস্থিতি ও সেবার সুযোগ-সুবিধা বিষয়ক সংলাপ

স্বৈরাচার শেখ হাসিনার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

স্বৈরাচার শেখ হাসিনার বিচার ও অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের আয়োজনে মঙ্গলবার শহরের নিউমার্কেট ও নারিকেলতলা মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ। মিছিলে এসময় নেতৃত্ব দেন, জাতীয়তাবাদী যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো, জেলা কৃষকদলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আজিজুর রহমান সেলিমসহ অন্যান্যরা। বক্তারা বলেন, স্বৈরাচার খুনি হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন পুনর্বাসন করতে চাইছেন। তিনি এমন চেষ্টা করলে তাকে উপদেষ্টার পদ থেকে টেনে নামানো হবে। এই ধরনের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আমাদের এ বিজয়। কারো দালালি আর মেনে নেওয়া হবে না। ছাত্র সমাজ কোনও অন্যায় মেনে নেবে না। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এসময় বক্তারা বলেন, অবিলম্বে স্বৈারাচার শেখ হাসিনার সকল অপকর্মের বিচার করতে হবে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com