শেরপুরের নকলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করাসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়েছে। এর অংশ হিসেবে ‘ উম্মার স্বার্থে সুন্নাহর সাথে ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম জালালপুর ফোরকানিয়া মকতব মাদ্রাসার প্রাঙ্গনে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ১৩ আগস্ট ২টায় জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন এর সভাপতিত্বে আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান গুলোর শিক্ষকগণ, নকলা পৌরসভার ৪নং ওয়ার্ড এর কাউন্সিলর ফরিদ আহমেদ লালন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী সহ সাবেক কাউন্সিলর হাবুল উদ্দিন প্রমুখ। এসময় বিদ্যালয় প্রঙ্গনে বিভিন্ন জাতের ১০টি গাছের চারা রোপন করার পাশাপাশি ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের একটি করে চারা বিতরণ করা হয়।