শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

হোসেনপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর-দোকানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; নগদ টাকা লুটপাটের অভিযোগ

সঞ্জিত চন্দ্র শীল (হোসেনপুর) কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ও দোকানে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ করে নগদ টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে ভুক্তভোগী মো. আব্দুল কাদির হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জরুরী প্রতিকার দাবি করেছেন। অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মো.আব্দুল কাদির উত্তর কুড়িমারা (আমতলা) নামক এলাকায় ‘রোমান ট্রেডার্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে রড, সিমেন্ট, টিন, গ্যাসের চুলা, পেট্রোল ও হার্ডওয়্যারী সামগ্রীর ব্যবসা করতেন। গত সোমবার (৫ই আগষ্ট) রাতে এ ব্যবসা প্রতিষ্ঠান ও তার বাড়িতে একই এলাকার হুমায়ুন কবির, সালমান মিয়া সহ কয়েকজন মিলে হামলা চালায়। প্রথমে তারা দোকানের পেছনে অবস্থিত বাসা তালাবদ্ধ করে। পরে দোকানের সার্টারের ২ টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের গ্লাস ভাঙচুর করে নগদ এক লক্ষ টাকা ও ৪ টি পানির মোটর,গ্যাসের সিলন্ডার সহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া যেসব জিনিস দোকানে ছিলো সেগুলোতে আগুন ধরিয়ে দিয়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। এদিকে এলাকাবাসী এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরেজমিনে তথ্য সংগ্রহকালে, ভোক্তভোগী আব্দুল কাদির সাংবাদিকদের জানান, ওই দিন ঘটনার সময় উপজেলার হুমায়ুন কবির ও সালমান মিয়া কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে আমার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে আগুন দেয়। এ ঘটনায় আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com